বুধবার (১৭ অক্টোবর) খাশোগির নিখোঁজ ইস্যুতে বৈঠক করেন এ দুই নেতা। এর আগে সৌদি বাদশাহ’র সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের এ কূটনীতিক।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক খাশোগির নিখোঁজের ঘটনায় সৌদি আরবকে ‘বেনিফিট অব ডাউট’ দিয়েছেন।
মঙ্গলবার (১৬ অক্টোবর) সৌদি বাদশাহ’র সঙ্গে বৈঠকের পর পোম্পেও সাংবাদিকদের বলেন, খাশোগির নিখোঁজের ব্যাপারে সম্পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব।
দুই সপ্তাহ আগে ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে যান খাশোগি। এরপর তাকে আর দেখা যায়নি। আঙ্কারার দাবি, সৌদি কনস্যুলেটে ঢুকেই ‘নেই’ হয়ে গেছেন খাশোগি। তাকে সেখানে ‘খুন করা হয়েছে’। তবে রিয়াদ দাবি করছে, কনস্যুলেট থেকে কাজ সেরেই ‘বের হয়ে গেছেন’ খাশোগি।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এএইচ