শুক্রবার (১৯ অক্টোবর) প্রাচীন নর্ডিক ভাষাভাষীর একজনকে সদস্য হিসেবে বেছে নেয় সুইডিশ অ্যাকাডেমি।
সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের অধ্যাপক ম্যাটস মালমকে চলতি মাসে তৃতীয় নতুন সদস্য হিসেবে ১৮ সদস্যের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
২৩২ বছর আগে সুইডেনের রাজা এ অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি ১৯০১ সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করে আসছে। বিজ্ঞান ও অন্য ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমির অন্য অংশ। আর নরওয়েজিয়ান কমিটি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে।
যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগে সমালোচনার মুখে পড়ে সুইডিশ অ্যাকাডেমি এবার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া স্থগিত ঘোষণা করে। ফরাসি আলোকচিত্রী জাঁ ক্লোদ অ্যারানাল্টকে নিয়ে এ কেলেঙ্কারিতে পড়ে সুইডিশ অ্যাকাডেমি। অ্যাকাডেমি থেকে পদত্যাগ করা ছয় সদস্যের একজন কবি ক্যাটরিনা ফ্রসটেনসনের স্বামী তিনি।
১৯০১ সালে নোবেল পুরস্কার চালুর পর থেকে এ পুরস্কার ঘিরে এটাই সবচেয়ে বড় কেলেঙ্কারি।
১৯০১ সাল থেকে সাহিত্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার দিয়ে আসছে সুইডিশ একাডেমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সর্বশেষ ১৯৪৩ সালে পুরস্কার দেওয়া স্থগিত করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এএইচ/আরআর