ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে জঙ্গি হামলায় নিহত বেড়ে ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
আফগানিস্তানে জঙ্গি হামলায় নিহত বেড়ে ১১ কাবুলে আয়োজিত সমাবেশে জঙ্গিগোষ্ঠীর হামলাস্থল/ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সমাবেশে জঙ্গিগোষ্ঠীর হামলায় নিহত বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (০৮ মার্চ) হামলার এ তথ্য দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে হামলাটিতে নিহত সংখ্যা ছিল তিনে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (০৭ মার্চ) শিয়া মুসলিম গোষ্ঠীর সংখ্যালঘু হাজরা সম্প্রদায়ের নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভার সমাবেশে মর্টার বোমা নিক্ষেপ করে হামলা চালান জঙ্গিরা।

আয়োজিত সমাবেশটিতে কয়েকশ’ মানুষ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে দেশটির সরকারের ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তা এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের তিনজন প্রার্থীও ছিলেন।

হামলাটিকে প্রাথমিকভাবে ‘রকেট হামলা’ হিসেবে উল্লেখ করে বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমী বলেন, এ হামলায় প্রায় ৯৫ জন আহত হয়েছেন। এটাকে জঙ্গিগোষ্ঠী তালেবানদের পরিকল্পিত হামলা হিসেবেই উল্লেখ করেছেন তিনি।

অন্যদিকে, বৃহস্পতিবার এই হামলার দায় স্বীকার করে আরেক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

বিগত কয়েক বছরে জঙ্গিগোষ্ঠী তালেবান ও আইএসসহ বিভিন্ন বিদ্রোহীরা আফগানিস্তান ও প্রতিবেশী দেশ পাকিস্তানে থাকা শিয়া মুসলিম গোষ্ঠীর হাজরা সম্প্রদায়ের ওপর বারবার হামলা চালাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।