রোববার (৩১ মার্চ) কংগ্রেস সদর দফতরে সংবাদ সম্মলন করে এ তথ্য জানান কংগ্রেস নেতা ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনি।
ধারণা করা হচ্ছে, এ আসন দক্ষিণ ভারতীয় তিন রাজ্য তামিলনাড়ু, কেরালা এবং অন্ধ্র প্রদেশের সংযোগস্থলে হওয়ায় কংগ্রসে সভাপতির এ সিদ্ধান্ত পুরো অঞ্চলের ভোটের অংকে প্রভাব ফেলবে।
কমিউনিস্ট শাসিত কেরালার এই আসন থেকে রাহুল গান্ধী প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সিপিআইএম এবং বিজেপি দুই পার্টিই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
সিপিআইএমের পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত বলেছেন, এর মাধ্যমে বিজেপির বদলে কমিউনিস্ট পার্টিকেই শত্রু হিসেবে চিহ্নিত করলো কংগ্রেস। এখন রাহুল গান্ধীকে হারানোর লক্ষেই কাজ করবে সিপিআইএম।
অন্যদিকে, কংগ্রেস প্রধানের এ সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন বিজেপির বিভিন্ন স্তরের নেতারা। দলের সভাপতি অমিত শাহ বলেছেন, ভয় পেয়ে আমেঠি ছেড়ে পালাচ্ছেন রাহুল গান্ধী।
এ ব্যাপারে কংগ্রেস মুখপাত্র রনদ্বীপ সিং সূর্যেওয়ালা বলছেন, বিষয়টি ডান-বামের নয়, নরেন্দ্র মোদী বিভাজনের রাজনীতি করে উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যেও বিভেদ সৃষ্টি করেছেন। রাহুল সেই বিভাজনের মধ্যে সেতু রচনা করবেন।
এর আগে ইন্দিরা গান্ধী এবং সোনিয়া গান্ধীও একইসঙ্গে উত্তর ও দক্ষিণ ভারতের দুই আসন থেকে লোকসভা নির্বাচনে লড়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
টিএ