ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় দাবানলে নিহত ১, হাজারো মানুষ ঘরছাড়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
দক্ষিণ কোরিয়ায় দাবানলে নিহত ১, হাজারো মানুষ ঘরছাড়া দক্ষিণ কোরিয়ার দাবানল। ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় গাঙ্গউন প্রদেশে দাবানলে নিহত হয়েছেন একজন। দাবানলের কারণে ঘরছাড়া হয়েছেন অন্তত ৪ হাজার মানুষ।

শুক্রবার (৫ এপ্রিল) দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার প্রদেশটির সোকচো শহরে দাবানল ছড়িয়ে প্রায় ৯৫০ একর জমিসহ ৩১০টি বাড়িঘর, ওয়্যারহাউজ ও অন্যান্য ভবন পুড়ে গেছে।

এতে ঘর ছাড়তে হয়েছে ৪ হাজার ২৩০ জনকে।

তারা বর্তমানে স্থানীয় জিমনেশিয়াম এবং স্কুলে আশ্রয় নিয়েছেন। দাবানলের কারণে শুক্রবার বন্ধ রাখা হয়েছে ৫২টি স্কুল।  

দেশটিতে থাকা সব ধরনের সরঞ্জাম ব্যবহার করে হলেও এ দাবানল নেভানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।

দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে আনতে সারাদেশ থেকে ইতোমধ্যে ৮৭২টি অগ্নিকাণ্ড-নির্বাপণ বাহন এবং ৩ হাজার ২৫১ জন দমকল কর্মী মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি দাবানল নিয়ন্ত্রণে আনতে ১৬ হাজার ৫০০ সৈন্য, ৩২টি সামরিক হেলিকপ্টার এবং ২৬টি সামরিক অগ্নিকাণ্ড-নির্বাপণ বাহন মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া ছয় হাজার ৮০০ জনের খাবারের ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছে তারা।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
এসএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।