ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ দু’টি বিস্ফোরণে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৭, মে ২৬, ২০১৯
নেপালে ভয়াবহ দু’টি বিস্ফোরণে নিহত ৩

ঢাকা: নেপালের রাজধানী কাঠমান্ডুতে আলাদা দু’টি ভয়াবহ বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।

রোববার (২৬ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল দু’টি ঘিরে রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের পর জরুরি সতর্কাবস্থানে রয়েছে পুলিশ। তারা বিস্ফোরণের কারণও জানার চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মে ২৬, ২০১৯
এসএ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।