ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘মোটা’ বলে আইসক্রিম না দেওয়ায় প্রেমিককে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
‘মোটা’ বলে আইসক্রিম না দেওয়ায় প্রেমিককে কুপিয়ে হত্যা রাস্তায় প্রেমিককে কুপিয়েছে প্রেমিকা। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রেমিকার ওজন বেড়ে গেছে, এখন আর আইসক্রিম খাওয়া যাবে না- এটা বলাই কাল হলো প্রেমিকের। তর্কাতর্কির এক পর্যায়ে রাস্তার মধ্যেই প্রেমিককে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা করেছে ওই প্রেমিকা।

সম্প্রতি চীনের ঝুমাদিয়া এলাকায় ঘটেছে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর জানিয়েছে, প্রেমিকার ওজন বেড়ে গেছে জানিয়ে তাকে আইসক্রিম কিনতে নিষেধ করছিলেন ভুক্তভোগী যুবক।

এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তার ওপর হামলা চালায় প্রেমিকা।

জানা যায়, কথা কাটাকাটির ফাঁকে পাশের দোকানে গিয়ে কাঁচি কিনে আনেন ওই নারী। এক পর্যায়ে মেজাজ হারিয়ে প্রেমিককে ওই কাঁচি দিয়েই কুপিয়ে গুরুতর আহত করেন তিনি।  

এ যুগলের সম্পর্ক ছিল মাত্র ২০ দিনের।  

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, রাস্তায় দাঁড়িয়ে আছেন এক নারী। আর তার পাশেই পড়ে আছেন ওই যুবক। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।  

অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।