ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে বোমা বিস্ফোরণে নিহত ৭, গুরুতর আহত ১০ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
তুরস্কে বোমা বিস্ফোরণে নিহত ৭, গুরুতর আহত ১০ 

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ারবাকিরে সড়কে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১০ জন। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রদেশের কুল্প জেলায় এ দুর্ঘটনা ঘটে। দিয়ারবাকিরের গভর্নর কার্যালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ কথা জানিয়েছে।

 

গভর্নর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, গ্রামবাসীদের নিয়ে একটি গাড়ি করে সড়ক দিয়ে যাওয়ার সময় আগে থেকেই পুঁতে রাখা ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।  

তুরস্কের উগ্র বামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এ হামলা চালিয়েছে বলে কর্তৃপক্ষের ধারণা।  

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।