ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

শিক্ষার খরচ হাতের নাগালে আনার দাবিতে দিল্লিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
শিক্ষার খরচ হাতের নাগালে আনার দাবিতে দিল্লিতে বিক্ষোভ

ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) আবাসনসহ বিভিন্ন খাতে খরচ বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ করেছেন শত শত শিক্ষার্থী।

সম্প্রতি অনুষ্ঠিত এ বিক্ষোভে জেএনইউসহ অন্য বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান-সাবেক শিক্ষার্থী ও সুশীল সমাজের সদস্যরা অংশ নেন। ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

বিক্ষোভকারীরা নয়াদিল্লির মান্দি হাউস থেকে একটি র‌্যালি নিয়ে ভারতীয় সংসদ ভবনের দিকে যাত্রা করে। কিন্তু পুলিশি বাধায় পার্লামেন্ট স্ট্রিটেই র‌্যালি শেষ হয়।

এসময় বিক্ষোভকারীরা শিক্ষার খরচ সবার হাতের নাগালের মধ্যে আনার জন্য দাবিতে স্লোগান দেন।

এর আগে অক্টোবরে জেএনইউ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আবাসনের খরচ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী জেএনইউর হোস্টেলগুলোতে এক কক্ষের ভাড়া এক ডলার (৮৪ টাকা) থেকে বাড়িয়ে আট ডলারে (৬৭৮ টাকা) নেওয়ার পরিকল্পনা করা হয়।

এরপর আবাসন খরচ বাড়ানোর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

১৮ নভেম্বর জেএনইউ ক্যাম্পাস থেকে ভারতীয় সংসদ ভবনের দিকে র‌্যালির চেষ্টা করলে একশ শিক্ষার্থী আটক করে পুলিশ।

পরে ২২ নভেম্বর সংকট সমাধানের জন্য গঠিত কমিটির সদস্যরা স্টুডেন্ট ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকের পর শিক্ষার্থীরা জানায়, অতিরিক্ত ফি বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করবেন।

এদিকে শনিবারের বিক্ষোভে জেএনইউ স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট ঐশী ঘোষ বলেন, ফি বাড়ানোর এ উদাহরণ শুধু জেএনইউরই নয়, ভারতের শীর্ষ সব বিশ্ববিদ্যালয়েই এ সমস্যা রয়েছে। আমরা চিন্তা করছি কীভাবে, এ বিক্ষোভকে জাতীয় আন্দোলনে রূপ দেওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।