ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মোদীর ওপর হামলার আশঙ্কা, গোয়েন্দাদের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
মোদীর ওপর হামলার আশঙ্কা, গোয়েন্দাদের সতর্কতা

ঢাকা: ‘বিতর্কিত’ নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে উত্তাল গোটা ভারত। এ আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন দেশটির মানুষ। বিক্ষোভে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

এ আইন নিয়ে সমালোচনার মুখে রয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরইমধ্যে মোদীর ওপর হামলা হতে পারে বলে সতর্কতা প্রকাশ করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।

শুক্রবার (২০ ডিসেম্বর) এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।  

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে অনুষ্ঠেয় সমাবেশে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। ওই সমাবেশে তার ওপর সন্ত্রাসীরা হামলা চালাতে পারে বলে গোয়েন্দা সতর্কতায় বলা হয়েছে। এ নিয়ে গোয়েন্দারা ইতোমধ্যে পুলিশকে সতর্ক করেছে।

গোয়েন্দা সতর্কতায় বলা হয়, পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহম্মদ (জেইএম) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর হামলার ছক কষছে। এছাড়া আরও কিছু সংগঠনের কথাও সতর্কতায় উল্লেখ করা হয়েছে।

সংশোধিত নাগরিকত্ব আইন পাস হওয়ায় গত কয়েকদিন ধরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলে আসছে। এসব বিক্ষোভে বেশ কয়েকজন নিহত হওয়ার খবরও জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

নতুন পাস হওয়া আইনে ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিসহ অমুসলিম অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এ আইনটিকে ‘বৈষম্যমূলক’ ও ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।