ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিশাল তেল খনির সন্ধান পেয়েছে ইরান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
বিশাল তেল খনির সন্ধান পেয়েছে ইরান

বড় আকারের একটি নতুন তেল খনির সন্ধান পেয়েছে ইরানের জাতীয় তেল কোম্পানি। ধারণা করা হচ্ছে- এটি হতে পারে দেশটির দ্বিতীয় বৃহত্তম তেল খনি। 

ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে নতুন তেল খনির সন্ধান পাওয়া গেছে। গত মাসেও একটি বড় আকারের তেল খনির সন্ধান পেয়েছে ইরান।

 

ইরানের জাতীয় তেল কোম্পানির অন্যতম পরিচালক সালেহ হেন্দি বলেন, গবেষণা এবং প্রতিবেদনের ওপর ভিত্তি করে খুজিস্তান প্রদেশে আরেকটি তেলক্ষেত্র পাওয়া গেছে, যা গত মাসের খনিটির সমান।

ইরানের বিশেষজ্ঞদের প্রচেষ্টায় গত মাসে নামাভারন তেলক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এ তেলক্ষেত্রে পাঁচ হাজার ৩০০ কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে যা ইরানের দ্বিতীয় বৃহত্তম তেলক্ষেত্র।  

ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ গতমাসে নামাভারন তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছিলেন। ইরানের সবচেয়ে বড় তেলক্ষেত্র দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ প্রদেশে অবস্থিত এবং সেখানে ছয় হাজার ৫০০ কোটি ব্যারেল তেল রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।