ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নববর্ষের আতশবাজির আগুনে পুড়ে মরলো ৩০ প্রাণী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
নববর্ষের আতশবাজির আগুনে পুড়ে মরলো ৩০ প্রাণী নববর্ষের আতশবাজির আগুনে পুড়ে মরলো ক্রেফোল্ড চিড়িয়াখানার ৩০ প্রাণী। ছবি: সংগৃহীত

থার্টিফার্স্ট নাইট উদযাপনে আতশবাজি ফোটানো হচ্ছিল জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলে। সেই আতশবাজির আগুন গিয়ে পড়ে পার্শ্ববর্তী চিড়িয়াখানায়। আগুন লেগে যায় সেখানে। এতে মারা গেছে বানর প্রজাতির অন্তত ৩০টি প্রাণী।

বুধবার (১ জানুয়ারি) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, নতুন বছরের আগমন উপলক্ষে বছরের শেষ দিন থার্টিফার্স্ট নাইট উদযাপনে আতশবাজি ফোটানো হচ্ছিল জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলের ক্রেফোল্ড শহরে।

সেই আতশবাজির ফুলকি লেগে আগুন ধরে যায় পার্শ্ববর্তী ক্রেফোল্ড চিড়িয়াখানার বানরের অভয়ারণ্যে। এ আগুনে পুড়ে মারা যায় ওরাংওটাং, শিম্পাঞ্জি, গরিলাসহ কয়েক ডজন প্রাণী।

বানরের এ অভয়ারণ্যটি তৈরি করা হয়েছে ১৯৭৫ সালে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, আগুনে বানরের অভয়ারণ্যে বসবাসরত সব প্রাণী মারা গেছে।

পুলিশ জানায়, আগুনে অন্তত ৩০টি প্রাণী মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, আগুন লাগার কারণ ছিল আতশবাজি ফোটানো। তারপরও তদন্ত চলছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর মধ্যে জার্মানি নতুন বছর উদযাপনের জন্য সবচেয়ে বেশি পরিমাণ আতশবাজি আমদানি করে। থার্টিফার্স্ট নাইটে দেশজুড়ে কয়েকশ’ হাজার আতশবাজি ফোটানো হয়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।