ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাজাখস্তানে সংঘর্ষে আট জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
কাজাখস্তানে সংঘর্ষে আট জন নিহত ছবি: সংগৃহীত

কাজাখস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাম্বাইলে সংঘর্ষে আট জন নিহত হয়েছে। এ সময় ৪০ জন আহত হয়েছে। এ ঘটনায় ৮৪৭ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ারলান তুরগুমবায়েভের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, চীনা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের গোষ্ঠী ডুনগানের একটি এলাকায় লোকজনের মধ্যে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্যাপক অস্থিরতার দেখা হয়।

এ সময় সংঘর্ষে দুর্ভাগ্যবশত আট জন নিহত ও ৪০ জন আহত হয়। ঘটনাস্থলে দায়িত্ব পালনকালে গুলিতে পুলিশ কর্মকর্তারা আহত হয়েছে। এ ঘটনায় ৮৪৭ জনকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে দু’টি বন্দুক জব্দ করা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।