ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে মাওলানা সাদের বিরুদ্ধে হত্যা মামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
ভারতে মাওলানা সাদের বিরুদ্ধে হত্যা মামলা

ভারতে তাবলীগ জামাতের প্রধান মাওলানা সাদ কান্দলভির বিরুদ্ধে ‘অনিচ্ছাকৃত হত্যা’ মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।

দিল্লিতে তাবলীগের সমাবেশে যারা যোগ দিয়েছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ কারণে তাকে ওই মামলার আসামি করা হয়েছে।

 

মার্চে দিল্লির মারকাজ নিজামুদ্দিনে তাবলীগের ওই সমাবেশ হয়।  

পুলিশ বলছে, সরকারি নির্দেশ ভেঙে ওই জমায়েত করার জন্য আগেই তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। পরে সেখান থেকে করোনা আক্রান্ত হয়ে কয়েকজনের মৃত্যুর পর তার বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।