ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে করোনায় আক্রান্তদের ৯২ শতাংশ সুস্থ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
ইরানে করোনায় আক্রান্তদের ৯২ শতাংশ সুস্থ

ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত প্রায় ৬১ হাজার রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। দেশটিতে পর্যন্ত মোট ৮৪ হাজার ৮০০ মানুষ আক্রান্ত হয়েছেন। সে হিসাবে শতকরা ৯২ ভাগ রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

মঙ্গলবার ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৯৭ জনের দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৪ হাজার ৮০০ জন।

এর মধ্য থেকে গত একদিনে মারা গেছেন ৮৮ জন। এর আগেরদিন মৃত্যুবরণ করেন ৯৩ জন। সবমিলিয়ে ইরানে এই রোগে মৃতের সংখ্যা ৫ হাজার ২৯৭ জনে পৌঁছেছে।  

কিয়ানুশ জাহানপুর উল্লেখ করেন, গত ১৪ এপ্রিল থেকে মৃত্যুর সংখ্যা দুই অঙ্কের ঘরে নেমে এসেছে। এর আগে ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিনই শতাধিক মানুষ প্রাণ হারাত।

ইরানে এ পর্যন্ত ৩ লাখ ৬৫ হাজার ৭২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা ভাইরাসের মহামারি মোকাবেলার জন্য ইরানের জনসাধারণের ওপর স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা হয়েছে। এতদিন করোনা রোগীদের নিয়ে যারা কাজ করেছেন তাদেরকেও এই স্ক্রিনিংয়ের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।