ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: ৭ম দেশ হিসেবে মৃত্যু ১০ হাজার ছাড়ালো মেক্সিকোতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জুন ২, ২০২০
করোনা: ৭ম দেশ হিসেবে মৃত্যু ১০ হাজার ছাড়ালো মেক্সিকোতে

বিশ্বের সপ্তম দেশ হিসেবে করোনায় ১০ হাজার মৃত্যুর মাইলফলক অতিক্রম করলো লাতিন আমেরিকার দেশ মেক্সিকো। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২ জুন) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন।

মেক্সিকোতে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় ১৮ মার্চ।

আড়াই মাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৪৩৫ জনে। আর মোট মৃত্যু ১০ হাজার ১৬৭। সব শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ২৩৭ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছে ২৭৭১ জন।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে করোনায় মৃত্যুর দিক দিয়ে মেক্সিকো আছে দ্বিতীয় অবস্থানে, বিশ্বে সপ্তম। তবে শনাক্তের দিক দিয়ে আছে ১৪তম অবস্থানে।

মৃত্যুর দিক দিয়ে প্রথম ছয়টি স্থান দখল করে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ব্রাজিল, ফ্রান্স ও স্পেন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ। আর যুক্তরাজ্যে প্রায় ৪০ হাজার। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মৃত্যু ছুঁয়েছে ৩০ হাজারের মাইলফলক।

বিশ্বে মোট শনাক্ত ৬৩ লাখ ৭০ হাজার, মৃত্যু ৩ লাখ সাড়ে ৭৭ হাজার। আর সুস্থ হয়েছে ২৯ লাখের বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, জুন ০২, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।