ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমাদের কাছে ‘হাইপারসনিক মিসাইল’ আছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
আমাদের কাছে ‘হাইপারসনিক মিসাইল’ আছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আমেরিকা এখন ‘হাইপারসনিক মিসাইলের’ (ক্ষেপণাস্ত্র) মালিক।  

তবে ট্রাম্পের এ দাবির বিষয়ে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলেনি।

ফ্লোরিডার এক নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প এই দাবি করেন। তিনি বলেন, তার প্রশাসন মার্কিন সামরিক শক্তিকে অপ্রতিদ্বন্দ্বী রাখার জন্য কাজ করছে।

সমাবেশে ট্রাম্প বলেন, “আমাদের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে। ওবামা প্রশাসনের সময় আমাদের প্রযুক্তি অন্যরা চুরি করছিল। ফলে সে সময় এটা তৈরি করা যায়নি। কিন্তু এখন আমরা সে ক্ষেপণাস্ত্রের মালিক। ”

গত মে মাসেও ডোনাল্ড ট্রাম্প একটি ‘সুপার-ডুপার’ ক্ষেপণাস্ত্রের কথা বলেছিলেন। জানিয়েছিলেন, এই ক্ষেপণাস্ত্রের গতি বর্তমানগুলোর চেয়ে ১০ গুণ বেশি।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।