ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতে করোনা শনাক্তে রেকর্ড, ফের হাজার ছাড়ালো মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
ভারতে করোনা শনাক্তে রেকর্ড, ফের হাজার ছাড়ালো মৃত্যু

একদিনে করোনা শনাক্তে নতুন রেকর্ড গড়েছে ভারত। একই সঙ্গে প্রায় ছয় মাস পর একদিনে মৃত্যুও ছাড়ালো হাজার।

করোনা রোধে এরই মধ্যে কারফিউ জারি করেছে দেশটির বৃহৎ রাজ্য মহারাষ্ট্র।

বুধবার (১৪ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত ১ লাখ ৮৪ হাজার ৩৭২ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ২৭ জনের। বিগত ১৫ দিন ধরে শনাক্ত প্রতিদিন লাখ ছাড়িয়েছে দেশটিতে।

সোমবার দৈনিক আক্রান্তের এ সংখ্যা ছিল ১ লাখ ৬৮ হাজার ৯১২। এখনও পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৮২৫ জন। করোনা এখন পর্যন্ত প্রাণ কেড়েছে ১ লাখ ৭২ হাজার ৮৫ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিকাকরণে দেওয়া হচ্ছে বিশেষ জোর। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন প্রায় ১১ কোটি মানুষ।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।