ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে আহত শাদের প্রেসিডেন্ট মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে আহত শাদের প্রেসিডেন্ট মারা গেছেন

মধ্য আফ্রিকার দেশ শাদের প্রেসিডেন্ট ইদরিস ডেবি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (২০ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আজিম বেরমান্দোয়া আগৌনা এ তথ্য জানান।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন ইদরিস ডেবি।

সেনাবাহিনী জানিয়েছে, গত ১১ এপ্রিল নির্বাচনের দিন দেশের উত্তর দিকে একটি বড় আক্রমণ শুরু করেছিল এমন বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় ডেবি তার সেনাবাহিনীকে কমান্ডিং করছিলেন। তখন তিনি আহত হন।

সোমবার দেশটির নির্বাচনের ফলে দেখা যায়, ষষ্ঠবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন ইদরিস ডেবি। সেনাবাহিনী আরও জানায়, এখন প্রয়াত প্রেসিডেন্টের ৩৭ বছর বয়সী ছেলে মহামত ইদ্রিস ডেবি ইটনো তার স্থলাভিষিক্ত হবেন।

সূত্র: আল-জাজিরা

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।