ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলাদেশসহ তিন দেশের নাগরিকদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
বাংলাদেশসহ তিন দেশের নাগরিকদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাকা: বাংলাদেশসহ তিন দেশের নাগরিকদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাকি দুইটি দেশ হলো ভারত ও পাকিস্তান।

বুধবার (২১ এপ্রিল) ওমান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।  

ওমান নিউজ এজেন্সি জানায়, করোনা সংক্রমণ প্রতিরোধে এতিন দেশের নাগরিকদের আগামী ২৪ এপ্রিল থেকে আর ওমানে প্রবেশ করতে দেওয়া হবে না।

এছাড়া এতিন দেশের মধ্যে দিয়ে গত ১৪ দিন যারা ভ্রমণ করেছেন, তারাও ওইদিন থেকে ওমানে প্রবেশ করতে পারবেন না। তবে নিষেধাজ্ঞা থাকলেও ওমানের নাগরিক, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের সদস্যরা এর আওতামুক্ত থাকবেন।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, এপ্রিল ২২,২০২১
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।