ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

অগ্ন্যুৎপাত: লাভা, ছাই আর ধোঁয়ায় ছেয়ে গেছে স্পেনের লা পালমা দ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
অগ্ন্যুৎপাত: লাভা, ছাই আর ধোঁয়ায় ছেয়ে গেছে স্পেনের লা পালমা দ্বীপ

অগ্ন্যুৎপাত না থামায় পুড়ছে স্পেনের লা পালমা দ্বীপের বিস্তীর্ণ বনাঞ্চল। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে তিন শতাধিক ঘরবাড়ি।

দ্বীপটি ছেয়ে গেছে লাভা, ছাই আর ধোঁয়ায়।

৪০ বছর পর ক্যানারি দ্বীপপুঞ্জের লা পালমা দ্বীপে এমন ঘটনা ঘটল।  

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে লাভা বেরিয়ে আসার ঘটনা কিছুটা বেড়েছে। গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, ৮৪ দিন পর্যন্ত চলতে পারে এ ধারা।

দেড়শ' হেক্টরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে লাভা। ঘণ্টায় ২০০ মিটার গতিতে আটলান্টিক মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছে লাভার প্রবাহ। এতে অন্তত ১৮৫টি বাড়ি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।

এ পর্যন্ত ছয় হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ওই দ্বীপ থেকে। কিন্তু দ্বীপটির বাসিন্দাদের সামনে এখন লাভার প্রবাহ, বিষাক্ত গ্যাস, ছাই এবং এসিড বৃষ্টির মতো সংকট।  

বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।