ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিমানবন্দরে লাগেজে ধরা পড়ল জ্যান্ত বিড়াল 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
বিমানবন্দরে লাগেজে ধরা পড়ল জ্যান্ত বিড়াল 

বিমানবন্দরে লাগেজে বিভিন্ন জিনিসপত্র বহনে বিড়ম্বনায় পড়েন আকাশপথের যাত্রীরা। লাগেজে নানা জিনিস নেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ রয়েছে সেখানে।

 

এরপরও নিষিদ্ধ বস্তু বহনে অনেকের জেল জরিমানা হয়।  

কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটল ভিন্নরকম এক ঘটনা। সেখানের এক যাত্রীর লাগেজে পাওয়া গেল জ্যান্ত এক বেড়াল।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) কর্মীরা এক যাত্রীর লাগেজ স্ক্যান করলে 'সন্দেহজনক' কিছুর উপস্থিতি টের পান। লাগেজটি তারা খুললেই এর থেকে বেরিয়ে আসে কমলা রঙের জ্যান্ত একটি বিড়াল।

নিউইয়র্ক থেকে ফ্লোরিডার ওরল্যান্ডোর উদ্দেশ্যে ভ্রমণের টিকিট কাটা ওই যাত্রীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।  
তিনি জানান, বিড়ালটি তার পরিবারের এক সদস্যের।  

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই ফ্লাইটে উড়তে না পারলেও পরদিন ওই যাত্রীকে অন্য একটি বিমানে বিড়ালসহ যেতে দেওয়া হয় ওরল্যান্ডোয়।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।