ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

রাজবাড়ীতে শেষ হলো আঞ্চলিক ইজতেমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
রাজবাড়ীতে শেষ হলো আঞ্চলিক ইজতেমা ইজতেমা ময়দান

রাজবাড়ী: রাজবাড়ীতে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইজতেমা। এরআগে সোয়া ১১টায় মানবজাতির শান্তি কামনায় মোনাজাত শুরু হয়।

আখেরি মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর জেলার চর কমলাপুর মাদ্রাসার মাওলানা মো. হাবিবুর রহমান।

জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে রাজবাড়ী জেলা সদরের আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামে শুরু হয় ইজতেমা। জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকাসহ আশপাশের জেলার মুসল্লিরা এতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।