সালমান শাহ
প্রিয় সালমান শাহ আজও রয়েছেন সবার মনের নায়ক হয়েই। ১৯৯৩ সালে অভিষেক ঘটে বড় পর্দায় এবং ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন তিনি। মাত্র তিন বছরের ক্যারিয়ারেই বাংলা চলচ্চিত্রে স্থায়ী জায়গা করে নিয়েছেন সালমান শাহ। তার মতো কেউ নয়, হবেও না হয়তো কোনোদিন। বাংলা সিনেমার রাজপুত্র সালমান শাহ’র প্রয়াণ দিবসে অপার ভালবাসায় স্মরণ করছে সবাই।
দেশীয় চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ ছিলেন ফ্যাশন সচেতন স্টাইলিস্ট তারকা। তিনি সময়কে ছাপিয়ে যাওয়া ফ্যাশনের সঙ্গে দর্শককে পরিচয় করিয়ে দিয়েছিলেন বলে মনে করা হয়।
বড়পর্দায় ক্ষণজন্মা এই অভিনয়শিল্পী যেসব পোশাক-পরিচ্ছদে হাজির হয়েছিলেন, সেটাই হয়ে গিয়েছিল সাধারণ তরুণদের ফ্যাশন।
সালমানের চুলের কাটিং, ক্যাপ, পোশাক-পরিচ্ছদ, চলাফেরা, বাচনভঙ্গি- সবই নতুনদের জন্য অনুকরণীয়। অন্তত এখনও সেটাই দেখা যায়।
শুধু দেশ নয়, বিভিন্ন ছবিতে বলিউডের খান সাম্রাজ্যের তিন সুপারস্টার আমির খান, শাহরুখ খান ও সালমান খানের সাজগোজের মধ্যেও সালমান শাহর ছায়া খুঁজে পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এসআইএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।