কথা বলার সময় ফোনটি আমাদের হাতে, কানে ও মুখের স্পর্শে আসে। পরিষ্কার না থাকলে ফোনে জীবাণু বাসা বাঁধে।
এজন্য ফোন নিয়মিত পরিষ্কার রাখাও জরুরি। আর স্মার্টফোন পরিষ্কার করার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন:
• ফোনের সুইচ অফ করে নেবেন
• চার্জার ও ইয়ারফোন খুলে ফোন পরিষ্কার করুন
• স্ক্রিন কভার ও ব্যাক কভার খুলে ফোন পরিষ্কার করা করতে হবে
• ক্লিনিং এজেন্ট সরাসরি ফোনের ওপর স্প্রে করবেন না। নরম পরিষ্কার কাপড়ে অল্প পরিমাণে নিয়ে ফোন পরিষ্কার করুন
• ফোন পরিষ্কার করার পরে শুকালেই সুইচ অন করুন।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এসআইএস