ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই

লক্ষ্মীপুর: বাংলাদেশের মানুষ শিক্ষিত হচ্ছে, কিন্তু দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠছে না। দক্ষ জনশক্তি না থাকায় প্রবাসেও বাংলাদেশিরা পিছিয়ে আছে।

আমাদের দেশের মানুষ আমাদের সম্পদ, এ দেশের মানুষকে সঠিক শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে। দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই।  

লক্ষ্মীপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব- প্রেক্ষিত 'আজকের বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় একথা বলেন বক্তারা।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে জেলার সদর উপজেলার মান্দারীতে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের আয়োজনে শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজে এ সভার আয়োজন করা হয়।  

সভায় বক্তারা আরও বলেন, কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে দেশ উন্নত হতে পারে। যে দেশ যত উন্নত, সে দেশে কারিগরি শিক্ষার প্রসার তত বেশি। এদেশে কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন এবং দেশকে আরও উন্নত করতে হলে দেশের অন্তত ৫০ শতাংশ জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। প্রত্যেক বিদ্যালয়ের উচিত কারিগরি শিক্ষার ব্যবস্থা রাখা। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা যেতে পারে। এতে দক্ষ জনশক্তি গঠন হবে। যে দেশের মানুষ দক্ষ, সে দেশে বেকারত্ব থাকে না। নিজেই নিজের আয়ের উৎস বের করতে পারে তারা।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর ও সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম।

কারিগরি শিক্ষক সমিতির ফেডারেশনের সভাপতি, অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের চেয়ারম্যান ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষক মো. কেপায়েত উল্লাহ্, উপ-পরিচালক এস এম শাহজাহান, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলাম, কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।