ফেনী: চট্টগ্রামের মীরসরাইয়ের বারৈয়ারহাটে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এবং ৭ স্বতন্ত্র এয়ার ডিফেন্স আর্টিলারির শীতকালীন প্রশিক্ষণ শেষ হয়েছে। গত সোমবার (১৯ ডিসেম্বর) এই প্রশিক্ষণ শুরু হয়েছিল।
এই প্রশিক্ষণকালে যুদ্ধকালীণ প্রস্ততির অংশ হিসেবে প্রদর্শন করা হয় বিভিন্ন রণকৌশল। যেখানে পরীক্ষা করা হচ্ছে সেনাবাহিনীতে নতুন সংযোজিত অত্যাধুনিক সমরাস্ত্র।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে প্রশিক্ষণ পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় সৈনিকদের মনোবল উন্নত রেখে আভিযানিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি।
একই সঙ্গে জনসেবামূলক কাজের অংশ হিসেবে মীরসরাইয়ের ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সেনাপ্রধান। সেনাবাহিনীর এমন সহায়তা পেয়ে খুশি স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এসএইচডি/এমএমজেড