কুমিল্লা: কুমিল্লার আদর্শ সদরের কালির বাজারে জমির মাটিকাটা নিয়ে দ্বন্দ্বের জেরে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মো. রিপন (৪৫) কালির বাজার এলাকার মো. মোবারকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন বাড়ির সামনে একটি মুদি দোকানের মালিক। শুক্রবার জমির মাটিকাটা নিয়ে পারিবারিক বিরোধের জেরে রিপনের সঙ্গে তার ছোট ভাইয়ের স্ত্রীর ঝগড়া হয়। এক পর্যায়ে ছোট ভাইয়ের স্ত্রী রিপনের ঘাড়ে ও পুরুষাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। ঘটনার পর ওই নারী পুলিশ হেফাজতে আছে।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থলে আসে। জানতে পেরেছি রিপনের পুরুষাঙ্গে আঘাত করেছে ওর ছোট ভাইয়ের স্ত্রী। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
জেএইচ