ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে ২ বাসের চাপায় আহত ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
গুলিস্তানে ২ বাসের চাপায় আহত ব্যক্তির মৃত্যু

ঢাকা: রাজধানী গুলিস্তান এলাকায় দুই বাসের চাপায় আহত হুমায়ুন কবির (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান, সোমবার (২৬ ডিসেম্বর) দিনগত রাতে গুলিস্তান সেন্ট্রাল জামে মসজিদের দক্ষিণ পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এতে হুমায়ুন কবির নামে একজন আহত হয়।  আহত হুমায়ুন কবিরকে দায়িত্ব পুলিশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।  

তবে প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার স্থলে একটি বাস দাঁড়িয়েছিল আরেকটি বাস এসে চাপা দেয়, এর মাঝে ছিলেন হুমায়ুন। পরে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হুমায়ুনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। পরিবার নিয়ে ডেমরা সারুলিয়ায় ভাড়া থাকতেন। গুলিস্তান এলাকায় একটি ফ্যাক্টরির আয়রনম্যান হিসেবে কাজ করতেন হুমায়ুন।

মিটফোর্ড হাসপাতাল মর্গ থেকে একটি সূত্র জানান, নিহত হুমায়ুন কবিরের মরদেহ ময়নাতদন্ত চলছে। শেষ হলে নিয়ম অনুযায়ী তার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।