ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

পাকুন্দিয়ায় শীতার্তদের পাশে দাঁড়াল ছমির-হালিমা ট্রাস্ট 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
পাকুন্দিয়ায় শীতার্তদের পাশে দাঁড়াল ছমির-হালিমা ট্রাস্ট 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শীতার্তদের মধ্যে ৬ হাজার কম্বল বিতরণ করেছে ছমির-হালিমা ট্রাস্ট।

রোববার (০৮ জানুয়ারি) বিকেলে উপজেলার নারান্দী ইউনিয়নের সনমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ছমির-হালিমা ট্রাস্টের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি আতাউল্লাহ সিদ্দিক মাসুদ।

 

উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে এসব কম্বল বিতরণ করছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, নারান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকিল রেজা, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মিয়া, স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়া, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শারপিন মিয়াসহ আরো অনেকেই।  

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।