ফেনী: ফেনীর দাগনভূঁঞা থানাধীন মোল্লাঘাটা বাজারস্থ ব্র্যাক এজেন্ট ব্যাংকিং আউটলেট এ ভল্ট ভেঙ্গে টাকা চুরির ঘটনায় নগদ টাকাসহ চোর চক্রের একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (০৮ জানুয়ারি) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, শনিবার দিনগত রাতে চুরির এ ঘটনা ঘটে।
ব্যাংকটির এজেন্ট জসিম উদ্দিন বাদী হয়ে থানায় চুরি সংক্রান্তে মামলা দায়ের করেন। দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম-সহ এসআই মো. রাশেদুল হক ও এসআই মো. জুয়েল হোসেন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আসামি ইমাম উদ্দিন শাওনকে গ্রেফতার করে। তার ঘর থেকে চুরি হওয়া নগদ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গ্রেফতার আসামি ইমাম উদ্দিন শাওন ওই এজেন্ট ব্যাংকের একজন নিয়মিত কর্মচারী। তিনি প্রায় দুই বছর ধরে ওই এজেন্ট ব্যাংকে চাকরি করছিলেন। পূর্ব পরিকল্পিতভাবে চুরির ঘটনা স্বীকার করেছেন তিনি। আসামি নাটক সাজিয়ে ব্যাংকের গ্রিল কেটে, ভল্ট ভাঙ্গার অভিনয় করে এবং সিসি ক্যামেরা নিয়ে যায় সবাইকে বোকা বানানোর চেষ্টা করে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
দাগনভূঁঞা থানার ওসি মো. হাসান ইমাম গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এসএইচডি/এসএ