ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

২৫০ বছর পর শেরপুর ডিসি লেকে খনন শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
২৫০ বছর পর শেরপুর ডিসি লেকে খনন শুরু

শেরপুর: দীর্ঘ ২৫০ বছর পর পুনরায় শুরু হয়েছে শেরপুরের ঐতিহ্যবাহী ডিসি লেকের খনন কাজ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে শেরপুর জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার খনন কাজ উদ্বোধন করেন।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে এ খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল আহমেদ ও জেবুন নাহার, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. শাহজাহানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রায় ২৫০ বছর আগে শেরপুরের নয়ানী জমিদার তার প্রাসাদ ও রংমহলের চার পাশে লেক খনন করার মাধ্যমে সৌন্দর্য বর্ধন করেন। পরবর্তীতে শেরপুর জেলা ঘোষিত হওয়ার পর এ স্থানে জেলা প্রশাসক এবং জেলা জজ ও দায়রা জজ আদালতের ভবন নির্মাণ করা হয়। এরপর থেকেই ঐতিহাসিক এ লেকটি ডিসি লেক নামে পরিচিত হয়ে আসছে।  

কিন্তু দীর্ঘ সময়েও এ লেকটি সংস্কার করা হয়নি। তাই সম্প্রতি জেলা প্রশাসকের প্রচেষ্টায় পানি উন্নয়ন বোর্ড ৪৩ লাখ টাকা ব্যয়ে এ লেকটির খনন কাজের কার্যক্রম হাতে নেয়।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।