ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৭০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার রেখে পালালেন মাদক কারবারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
৭০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার রেখে পালালেন মাদক কারবারি

চাঁদপুর: পুলিশের চেকপোস্ট এড়াতে ৭০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার রেখে পালিয়েছেন এক মাদক বিক্রেতা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলার মেহের স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটেছে।

শাহরাস্তি মডেল থানা পুলিশ জানায়, সকালে মুক্তিযোদ্ধা স্টিকার লাগানো সাদা রঙের একটি প্রাইভেটকার পুলিশের চেকপোস্ট এড়াতে সংযোগ সড়কে ঢুকে পড়ে। পথে গাড়ির সামনের বাম চাকা ফেটে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি কোনোমতে চালিয়ে পশ্চিম উপলতা গ্রামের মেহের স্টেশনে নিয়ে যান মাদক কারবারি। স্টেশনের দক্ষিণ পাশে মসজিদের সামনে গাড়ি ও গাঁজা রেখে পালিয়ে যান তিনি।

তাৎক্ষণিক শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন, উপ-পরিদর্শক (এসআই) মো. জুলফিকার আলী, মো. আবু তাহের ফোর্সসহ গাড়িটি তল্লাশি করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করে।

ওসি মোহাম্মদ শহীদ হোসেন বাংলানিউজকে বলেন, মাদক জব্দের ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে।

শাহরাস্তি থানা এলাকায় এটি এ যাবৎকালে এটি সর্বোচ্চ মাদক উদ্ধারের ঘটনা। গত ২ জানুয়ারি উপজেলার কালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকার ও ৫০ কেজি গাঁজাসহ পিরোজপুরের শুভ নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।