ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাকচাপায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
সিলেটে ট্রাকচাপায় যুবক নিহত

সিলেট: সিলেটের জৈন্তাপুরে ট্রাকচাপায় সজীব আহমদ (২২) নামের এক সিএনজিচালিত অটোরিকশা যাত্রী যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে সিলেট-তামাবিল মহাসড়কে উপজেলার  চিকনাগুল ইউনিয়নের শুক্রবারীবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব আহমদ মৌলভীবাজার জেলার শেরপুরের কুলুরচর বেপারিপাড়া গ্রামের মৃত বিল্লাল আহমদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, এদিন সকালে দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে (সিলেট-থ-১১-৮৮৪৯) চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী সজীব আহমদ নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত অটোরিকশাচালক শাহিনকে (৩০) উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সিলেটের বিয়ানিবাজার থানার গোবিন্দশ্রী গ্রামের জায়েদ মিয়ার ছেলে৷ 

স্থানীয়দের খবরে তামাবিল হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করেছে।  

সিলেট তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছে৷ অন্য তিন যাত্রী সুস্থ রয়েছেন৷ নিহতের মরদেহ উদ্ধারের পর ট্রাক ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।