ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

পল্লি সমাজসেবা কার্যক্রমে বরাদ্দ বাড়ানোর সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
পল্লি সমাজসেবা কার্যক্রমে বরাদ্দ বাড়ানোর সুপারিশ জাতীয় সংসদ ভবন। ছবি: তৃষ্ণা

ঢাকা: পল্লি সমাজসেবা কার্যক্রমসহ সরকারের পরিচালিত বিভিন্ন ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বরাদ্দ বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয়।  

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

 

কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠকে কমিটির সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আরমা দত্ত, শবনম জাহান এবং কাজী কানিজ সুলতানা অংশ নেন।

বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বৈঠকে যোগদান করেন।

বৈঠকে ২৪তম সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন অগ্রগতি, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রগুলোর কার্যক্রম এবং ছোটমনি নিবাসগুলোর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।  

কমিটি পল্লী সমাজসেবা কার্যক্রমসহ সরকারের পরিচালিত বিভিন্ন ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বরাদ্দ বাড়ানোর জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সুপারিশ করে।

বৈঠকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রগুলোর সব সিট পরিপূর্ণ রাখার জন্য প্রচারণার ব্যবস্থা করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।

কমিটি চট্টগ্রামের রৌফাবাদের ‘ছোটমনি নিবাসের’ জরাজীর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ ও স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি এবং সমাজসেবা অধিদপ্তরের শূন্যপদগুলোতে দ্রুত নিয়োগের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।