ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে রেলের ৫ বসতবাড়ি পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
সৈয়দপুরে রেলের ৫ বসতবাড়ি পুড়ে ছাই

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের পাঁচটি বসতবাড়ি (কোয়ার্টার) পুরোপুরি আগুনে পুড়ে গেছে। এছাড়া পাশের আরও সাতটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৬০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করছে ভুক্তভোগী পরিবারগুলোর।

ক্ষতিগ্রস্তরা হলেন মৃত রবিউল চৌধুরির স্ত্রী জাহেদা বেগম, মো. মৃত ভলুর ছেলে আরবি, মো. উকিল, মো. শরফরাজ ও শাহিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত হয় ওই এলাকার স্ত্রী জাহেদা বেগমের বাড়ি থেকে। এদিন দুপুরে রবিউল চৌধুরীর বাড়ির অন্যান্য সদস্যরা বাইরে বেড়াতে যান। বাড়িতে একাই ছিলেন রবিউল চৌধুরীর স্ত্রী জাহেদা বেগম। দুপুরের পরে হঠাৎ বাড়িতে আগুন দেখতে পান তিনি। পরে তার চিৎকারে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। এরই মধ্যে আগুন পাশের বাড়িগুলোতেও ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসসহ নীলফামারী, উত্তরা ইপিজেড ও রংপুরের তারাগঞ্জে ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত জাহেদা বেগম ও মো. উকিল বলেন, বাড়ির সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় সব মিলিয়ে প্রায় ৬০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টাফ কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।