ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

২১ ড্রাম জাটকা জব্দসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
২১ ড্রাম জাটকা জব্দসহ আটক ২

বরিশাল: বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে পিকআপ ভর্তি ২১ ড্রাম জাটকা জব্দ করেছে পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। আটক দুজন হলেন- সাধন সরদার ও আব্দুর রহমান রিমন।


বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বাংলানিউজকে জানান, বিপুল পরিমাণ জাটকা বরিশাল থেকে ঢাকায় বিক্রির জন্য নেওয়া হচ্ছে এমন গোপন খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি পিকআপ ভ্যান তল্লাশি চালিয়ে ২১ ড্রাম জাটকা জব্দ করা হয়। এ সময় পিকআপ ভ্যানচালক ও তার সহযোগীকে আটক করা হয়।  

আটক দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে ওসি হেলালউদ্দিন বলেন, মৎস্য অফিসের সহায়তায় জাটকাগুলোর বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।