ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

জীবননগরে পাওয়ার টিলারের ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
জীবননগরে পাওয়ার টিলারের ধাক্কায় শিশু নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে পাওয়ার টিলারের ধাক্কায় আলামিন হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উথলী গ্রামের ফার্মগেট পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন হোসেন একই গ্রামের ডালিম হোসেনের ছেলে।

জানা গেছে, সকালে উথলী গ্রামের ফার্মগেট পাড়ায় ভুট্টার গাছ বোঝাই পাওয়ার টিলারের সঙ্গে ধাক্কা লাগলে শিশু আলামিন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।