ঢাকা, মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

উপদেষ্টা আসিফ মাহমুদের সহকারী একান্ত সচিবকে অব্যাহতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
উপদেষ্টা আসিফ মাহমুদের সহকারী একান্ত সচিবকে অব্যাহতি মো. মোয়াজ্জেম হোসেন।

ঢাকা: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

সোমবার (২১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

উপদেষ্টার সম্মতির ভিত্তিতে গত ৮ এপ্রিল তার বর্তমান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।