ঢাকা: জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২১ এপ্রিল) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, সাকিব আল হাসানের দুর্নীতি অনুসন্ধানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) চিঠি পাঠিয়েছে দুদক।
এর আগে গত ৯ এপ্রিল দুর্নীতির অভিযোগে দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়। দলের অপর সদস্য সহকারী পরিচালক মো. আশিকুর রহমান।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এসএমএকে/আরএইচ