ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কোমল পানীয় ভেবে কীটনাশক পান!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
কোমল পানীয় ভেবে কীটনাশক পান!

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে কোমল পানীয় ভেবে কীটনাশক পান করেছে জীম আক্তার নামে ১০ বছরের এক শিশু। এতে মারাত্মক অসুস্থ হয়ে পড়া জীমকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা সদরের মাজাট গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু জীম আক্তার ওই এলাকার মো. আব্দুল আলিমের মেয়ে।

আব্দুল আলিম জানান, বসত ঘরের চালে পরিত্যক্ত বোতলে ক্ষেতে ব্যবহারের কীটনাশক ঝুলিয়ে রাখা ছিল। জীম তা নামিয়ে কোমল পানীয় ভেবে পান করে। এসময় কীটনাশকের গন্ধ ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিরুজ্জামান জানান, পাকস্থলী (পেট) ওয়াশ করার পর শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থা উন্নতির দিকে হলেও পরবর্তী ২৪ ঘণ্টা না গেলে কোনো মন্তব্য করা যাবে না।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।