ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মসজিদে যাওয়া হলো না সজীবের, বেপরোয়া ট্রাক কেড়ে নিল প্রাণ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
মসজিদে যাওয়া হলো না সজীবের, বেপরোয়া ট্রাক কেড়ে নিল প্রাণ
 

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিকেলে আছরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন অলিউর রহমান সজীব (২১) নামে এক যুবক। এসময় বেপরোয়া গতির ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন তিনি।

রোববার (৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কের রায়পুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অলিউর রহমান সজীব শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের মাজাট অনন্তপুর গ্রামের বাবু গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী রায়পুর গ্রামের আবু রায়হান ও জাকির হোসেন জানান, সজীব হেঁটে বাড়ির কাছের মসজিদে আছরের নামাজ পড়তে যাচ্ছিলেন। এসময় শ্যামনগর থেকে আম বোঝাই বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সজীবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. তৈয়েবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু চালক ও হেলপার দুর্ঘটনার পরই পালিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।