ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ১৩ কে‌জি গাঁজাসহ বিক্রেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
নেত্রকোনায় ১৩ কে‌জি গাঁজাসহ বিক্রেতা গ্রেপ্তার

নেত্রকোনা: নেত্রকোনা ম‌ডেল থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১৩ কে‌জি গাঁজাসহ মো. কামরুল হাসান (৪১) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।

রোববার (৯ এপ্রিল) দিনগত রাতে ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদ ভিত্তিতে মডেল থানার এস আই আব্দুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে একটি টিম রবিবার রাত ১০টার দিকে হোসেনপুরস্থ আন্তঃজেলা বাসস্ট্যান্ডে (ঢাকা বাসস্ট্যান্ড) এলাকায় শাহ্ জালাল বাস কাউন্টারের সামনে থেকে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে।  

পরে তার সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে ১২ কেজি ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তার মো. কামরুল হাসান ব্রাম্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মনকাসাইর গ্রামের মৃত অফিজ উদ্দিন ভুইঞার ছেলে।  

এ ব্যাপারে এসআই আব্দুল্লাহ আল ফাহাদ বাদী হয়ে আটক কামরুল হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।