ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ট্যাব পেল মাধ্যমিকের ১২০ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
বাগেরহাটে ট্যাব পেল মাধ্যমিকের ১২০ শিক্ষার্থী

বাগেরহাট: প্রযুক্তিখাতে শিক্ষার্থীদের এগিয়ে নিতে বাগেরহাটের মাধ্যমিক পর্যায়ের ১২০ শিক্ষার্থীর মধ্যে ট্যাবলেট বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেধাবী শিক্ষার্থীদের হাতে এসব ট্যাব তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রাসিউল ইসলামের সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল আসাদ, বিভিন্ন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

এদিন প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাগেরহাট সদর উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীকে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের পক্ষ থেকে ট্যাবলেট বিতরণ করা হয়। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক হাজার ৭৮২টি ট্যাব দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।