ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

শাহবাজ-ইউনূস বৈঠকে আঞ্চলিক সহযোগিতার বিকল্প পথ নিয়ে আলাপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২০, সেপ্টেম্বর ২৫, ২০২৫
শাহবাজ-ইউনূস বৈঠকে আঞ্চলিক সহযোগিতার বিকল্প পথ নিয়ে আলাপ শাহবাজ শরীফ এবং মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে সার্ক নিষ্ক্রিয় থাকায় আঞ্চলিক সহযোগিতার বৃদ্ধির বিকল্প পথসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার, পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা, বাণিজ্য ও বিনিয়োগ, এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা। গত কয়েক বছরে সার্ক (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) কার্যত নিষ্ক্রিয় থাকায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিকল্প পথ নিয়েও আলোচনা করেন দুই নেতা।

প্রধান উপদেষ্টা ইউনূস পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় এক হাজারেরও বেশি প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং আন্তরিক সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা ও তীব্রতা বৃদ্ধির পেছনে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দায়ী।

বাংলাদেশের নির্বাচন ও সংস্কার বিষয়ে আলাপকালে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পথে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ১১টি জাতীয় কমিশনের প্রস্তাবিত প্রধান রাজনৈতিক সংস্কারসমূহ দেশের জন্য অর্থবহ রাজনৈতিক রূপান্তর বয়ে আনবে।

প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ শেষ পর্যায়ে রয়েছে এবং আশা করা হচ্ছে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে, যেখানে গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কার অন্তর্ভুক্ত থাকবে।

অধ্যাপক ইউনূস বলেন, এই সংস্কারগুলো বাংলাদেশের আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধের লক্ষ্যে প্রণীত হয়েছে।

প্রধানমন্ত্রী শরীফ প্রধান উপদেষ্টা ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

এমইউএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।