ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ছবি তোলা নিয়ে ৬ গ্রামের সংঘর্ষ, আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
ফরিদপুরে ছবি তোলা নিয়ে ৬ গ্রামের সংঘর্ষ, আহত ৩০ প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছবি তোলা কেন্দ্র করে ৬ গ্রামের বাসিন্দাদের মধ্যে ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষ ঘটেছে। এতে ৬ গ্রামের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

 

এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। ফের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছেন।  

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় শুরু হওয়া সংঘর্ষ রাত ৯টায় গিয়ে থামে। উপজেলার আলগী ইউনিয়নের গুলপুনদী ও নাওরা, ছুলনা, শুয়াদী, চান্দ্রা, অপরপুর্টিসহ ৬ গ্রামের লোকজন দুই দলে বিভক্ত হয়ে এ সংঘর্ষে জড়িয়ে পড়েন।  

সংঘর্ষে আহত হয়েছেন - আছাদ  ও আজিজুল, হেলাল, সাহাদাৎ, সবুজ, ফারুক, আলাউদ্দিন, হিরো, মনির মোল্লা, ফাইজুর, আক্কাস মাতুব্বরসহ ৩০ জন।  

আছাদ ও আজিজুলকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ছবি তোলা নিয়ে যুবকদের মধ্যে কথা-কাটাকাটির পরে গ্রামবাসীর মধ্যে মারামারি হয়। সংবাদ পেয়ে এলাকায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেছি। এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় এলাকার কয়েকজন যুবক ছুলনা বাজারে ছবি তুলছিলেন। এ নিয়ে যুবকদের মধ্যে গুলপুনদী গ্রামের বাবু বিশ্বাস, সুজন, আশরাফুল ও  নাওরা এলাকার বাবু, রিফেলসহ কয়েকজন যুবকদের মধ্যে  কথা-কাটাকাটি শুরু হয়। এ ঘটনার জেরে গুলপুনদী ও নাওরা, ছুলনা, শুয়াদী, চান্দ্রা, অপরপুর্টি গ্রামের লোকজন দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  দুই ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে অন্তত ৩০ জন লোক আহত হন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।  

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।