ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে ইটবোঝাই ট্রলি উল্টে কিশোর শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মে ৬, ২০২৩
পিরোজপুরে ইটবোঝাই ট্রলি  উল্টে কিশোর শ্রমিকের মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে ইটবোঝাই ট্রলি উল্টে মো. জাকারিয়া হোসেন (১৮) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ মে) উপজেলার জোমাদ্দারহাট এলাকায় চন্ডিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর জাকারিয়া উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চর বলেশ্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু তালেবের ছেলে। সে ওই ট্রলিতে শ্রমিকের কাজ করতো।

স্থানীয়রা জানান, শনিবার উপজেলার কালারন থেকে ওই ট্রলিটি ইট নিয়ে বালিপাড়া যাচ্ছিল। সকাল ১০ টার দিকে জোমাদ্দারহাট এলাকার চন্ডিপুর সড়কে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। এ সময় ওই ট্রলিতে থাকা জাকারিয়া হোসেন ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক। তিনি জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মে ৬,২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।