ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মে ৬, ২০২৩
রাজধানীতে ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার (৫ মে) বিকেল সাড়ে ৫টায় যাত্রাবাড়ী থানার সুফিয়া গার্মেন্টস এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. মহিউদ্দিন ও মো. কাউছার আহাম্মেদ।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার সুফিয়া গার্মেন্টস এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আসামিরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত এলাকার মাদক কারবারির কাছ থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো। আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।