ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় আগুনে ৮ ঘর পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৫, মে ১৪, ২০২৩
ফতুল্লায় আগুনে ৮ ঘর পুড়ে ছাই

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় রহস্যজনক আগুনে ৮টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (১৪ মে) রাত ৮টায় ফতুল্লার দক্ষিণ শিহাচর এলাকায় আলী আকবরের স্ত্রী রহিমা বেগমের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

রহিমা বেগমের বোন ফাতেমা বেগম জানান, ৮টি টিনের তৈরি ঘরে গার্মেন্টস শ্রমিকরা ভাড়া থাকেন। রাত ৮টার সময় বিদ্যুৎ ও গ্যাস ছিলোনা। ওই সময় হঠাৎ বাড়ির কোনো একটি রুম থেকে আগুন ছড়িয়ে পড়ে মুহুর্তের মধ্যে ৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এরমধ্যে ঘরে বসবাসরত সকলেই দূরে সরে যাওয়ায় কেউ আহত হয়নি। তবে ঘর থেকে কোনো আসবাবপত্র বের করতে পারেনি কেউ।

তিনি আরো জানান, বাড়ির পাশে একটি পোশাক কারখানা থেকে শ্রমিকরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এমআরপি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।