ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

না.গঞ্জে হত্যা মামলার ১৮ বছর পর তিনজনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, জুন ১১, ২০২৩
না.গঞ্জে হত্যা মামলার ১৮ বছর পর তিনজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৮ বছর আগে আনোয়ার হোসেন বিন্দু নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  

রোববার (১১ জুন) বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- সুমন, বাসার ও মাসুদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৬ জানুয়ারি পূর্ব শত্রুতার জের ধরে আনোয়ার হোসেন বিন্দুকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত বিন্দুর মা বকুল বেগম ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।